
শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাত ৮ টায় জগন্নাথপুর পৌর সভার ৩ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে কেশবপুর বরাখায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান।
এলাকার প্রবীণ মুরব্বী মোঃ দরছ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পেশাজীবি শাখার সেক্রেটারি জুলফিকার আহমদ মনি এর পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নসথপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরস উদ্দিন, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাষ্টার আবু তাহিদ, উপজেলা পেশাজীবি শাখার সভাপতি কবির উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা নেছার উদ্দিন, সিলেট এমসি কলোজ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি ইসমাইল খান, উপজেলা পশ্চিম সাথী শাখার সভাপতি আবু তাহের, জগন্নাথপুর পৌর জামায়াতের সহ সভাপতি আতিকুর রহমান, সাবেক ছাত্র নেতা দায়েম আহমদ,
সুহেল আহমদ, রুহুল আমীন, ব্যবসায়ী নাসির উদ্দীন বকুল, আকিক মিয়া শামীম আহমদ, আলী আকবর, রাসেল আহমদসহ আরো অনেকে। স্বাগত বক্তব্য রাখেন জামায়াত নেতা যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু তাহের।