শামসুন্নাহার সুমা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কারবালা মোড়ে দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে একজন নিহত হয়েছেন এবং ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মঙ্গলু (৫৫)। তিনি রানীহাটির মরদানা এলাকার বাসিন্দা।
রবিবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুটি ট্রলিই দ্রুত গতিতে চলছিল। মুখোমুখি ধাক্কা লাগার সাথে সাথেই মঙ্গলু ট্রলি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। দুর্ঘটনার পর যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।