জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারিভাবে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৭ নভেম্বর সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস প্রাঙ্গনে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ।
এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা রাজন আকন্দ, তপন চন্দ্র শীল সহ সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেন, সরকারের দেয়া বীজগুলো যেন কাজে লাগে। কৃষকদের উপকারের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। যা দিয়ে দরিদ্র পরিবারের কৃষক-কৃষাণীরা আগামী বৈশাখে বাম্পার বোরো ধান গোলায় তুলতে পারবেন। তা হলেই আমাদের বীজ ও সার বিতরণ স্বার্থক হবে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, উপজেলার ১৩০০ জন কৃষকদের মাঝে উফসী জাতের ধানবীজ ও ১৪৫০ জন কৃষকদের মাঝে হাইব্রিড জাতের ধানবীজ ও সমপরিমাণ সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরিষা, গম, সূর্য্যমুখি ও চিনাবাদামের বীজ বিতরণ করা হয়। যা দিয়ে আগামীতে জগন্নাথপুরে কৃষি বিপ্লব ঘটবে বলে আমরা আশাবাদী। এদিকে-সরকারিভাবে বিনামূল্যে ধানসহ অন্যান্য বীজ ও সার পেয়ে কৃষক-কৃষাণীরা বেজায় খুশি হয়েছেন।