এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ রক্ষা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সদর ইউনিয়নের টি এল বি বাজার হাট এলাকায়, ইএসডিও — ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও
সুইসকন্ট্যাক্ট, ওয়াটারএইড ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় আয়োজন করা হয় এই সচেতনতা কার্যক্রম।
স্থানীয় জনগণকে পানি সম্পদ সংরক্ষণ, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব জীবনযাপনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, পানির অপচয় রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, প্লাস্টিক বর্জ্য কমানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। সচেতন নাগরিকরাই পারে একটি বাসযোগ্য, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও ইএসডিও’র কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে টিএলবি বাজারের বিভিন্ন স্থান পরিচ্ছন্ন কর্মী দ্বারা পরিষ্কার করা হয়।