কলমেঃ আলহাজ্ব বরকনতাজ
আমার দেশ বাংলা, সুন্দর এক ধারা,
সবুজ মাঠ, নীল আকাশ, নদীর সাদা সারা।
চাঁদের আলোয় ভেজা রাত,
ফুলের গন্ধে ভরে থাকে মন ভালোবাসার ছাত।
পাখি গান গায় সকাল-বেলায়,
বালুর বেলায় ছুটে যায় ছোট্ট খেলা।
আমার দেশকে ভালোবাসি আমি প্রাণ দিয়ে,
সবার সাথে থাকবো, সাহায্য করবো হাত বাড়িয়ে।
স্বাধীনতার জন্য লড়েছে অনেক মানুষ,
শহীদদের রক্ত মাটিতে লেখা ইতিহাস।
তাদের সাহস আমাদের দেখায় পথ,
ভালোবাসা আর সম্মান দিয়েই গড়বো নতুন ছাপ।
নদী, পাহাড়, বন, আর সোনার মাঠ,
সবকিছুকে রক্ষা করি আমরা সতর্ক হাত।
আমার দেশ, আমার প্রাণ, তুমি চিরন্তন,
আমি গর্বিত তোমার ছেলে, তোমার মাটির সন্তান।