কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম
বাস্তবতা এমনই! অর্থের নয়তো প্রয়োজনের! সামান্য কিছু ব্যাতিক্রম।
ফুল বাগানের ফুল চিনতে ভুল হয় না, কারণ প্রতিটি ফুলের নিজস্ব আলাদা আলাদা সৌন্দর্য, আকৃতি ও সুগন্ধ রয়েছে, কিন্তু মানুষ চিনতে ভুল হয়, কারণ মানুষ ও অমানুষের আকৃতি একই৷
সৎ মানুষ, শত কষ্ট হলেও সততার সঙ্গে জীবন যাপন করে। আর অসৎ মানুষ তার পুরোটাই আলাদাভাবে৷
কিছু মানুষ! উপরের সিঁড়িতে তাড়াতাড়ি ওঠার জন্য, চক্ষু লজ্জা হারিয়ে, অভিনয় দিয়ে সুবিধার সন্ধ্যানে ব্যস্ত।
যদিও তাদের একথা জানা, যে এক মাঘে শীত যায় না! বারবার ফিরে আসে। তথাপি সুবিধা সন্ধ্যানী মানুষেরা এমনই! পরের শীতে অন্যের দ্বারে।
প্রকৃতির হিসেব সম্পূর্ণ ভিন্ন! সময়েই অনেক কিছু দেখায়। যে যেমন করে তেমনি ফলাফল অপেক্ষা করে!
পরিবেশ ও পরিস্থিতি কাছে সব মনে নিতে হয়, কঠিন বাস্তবতার কাছে হতে হয় নিরুপায়।
বাস্তবতা এমনই! মানুষের প্রয়োজন মিটে গেলে, তখন অতি পরিচিত মানুষটিও বড়ই অচেনা হয়ে যায়!