
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
ডিভিশনাল ম্যানেজার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের অনুমোদনক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা ম্যানেজার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম (বেনহাম ফার্মাসি উটিক্যালস লিঃ) ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৫৩ সদস্যের কার্যকরী কমিটি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম (বেনহাম ফার্মাসি উটিক্যালস লিঃ)।
সংগঠন সংশ্লিষ্টরা বলেন, নবগঠিত কমিটি দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের ম্যানেজারদের পেশাগত উন্নয়ন, সাংগঠনিক সংহতি এবং কল্যাণমূলক কর্মকাণ্ড আরও সুসংহত করবে।
নতুন সভাপতি নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর সংগঠনের কার্যক্রম গতিশীল ও স্বচ্ছ রাখতে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।