মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় সরকারি সেবায় দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এবং জার্মান উন্নয়ন সংস্থা ব্রোট ফার ডাই ওয়েল্ট–এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিতকরণে বঞ্চিতদের অংশগ্রহণ বৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজনটিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সিভিল সোসাইটি সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান। তিনি বলেন, সমাজের প্রান্তিক ও বঞ্চিত মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের পারস্পরিক সহযোগিতা জরুরি। প্রযুক্তিনির্ভর কার্যপ্রণালী ও সহজলভ্য সেবা ব্যবস্থার মাধ্যমে এ উদ্যোগ আরও গতিশীল করা সম্ভব।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা পূবালী রাণী রায়, সমন্বিত সামাজিক সেবা কর্মকর্তা ওয়াসিম ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারী পরিদর্শক সাইদুল ইসলাম এবং আরডিআরএস নীলফামারীর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার সফিকুল ইসলাম।
বক্তারা বলেন, মাঠপর্যায়ে অনেক মানুষ এখনো বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত নন। তাই তথ্যপ্রযুক্তির ব্যবহার, সচেতনতা বৃদ্ধি এবং সেবা কাঠামোতে সমান সুযোগ নিশ্চিত করতে আরও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আরডিআরএস বাংলাদেশ জানায়, কর্মশালার সুপারিশগুলো বাস্তবায়ন হলে সেবাপ্রার্থীরা তাদের প্রয়োজনীয় সরকারি সেবা আরও সহজে ও দ্রুততার সঙ্গে পাবে।