শফিকুল ইসলাম স্বাধীন, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে:
বাংলাদেশ জামায়াতে ইসলামী'র জন সমাবেশ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে-১৮ই নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাদাঘাট ইউনিয়নে গাগুটিয়া মহিলা সমাবেশ সহ পৃথক ভাবে, ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে ৫নং ওয়ার্ডের আয়োজনে কাউকান্দি বাজারে জন সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জন সমাবেশের কার্যক্রম শুরু করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা জামায়াতে আমির,সুনামগঞ্জ ১ আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতা লোভী নয়, দেশে ইসলাম ও কুরআনের আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে সংসদে কুরআনের আইন প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ।
আমি এবং আমার নেতাকর্মীসহ শাসক হতে আসেনি,জনগণের সেবক হয়ে কাজ করতে এসেছি।
আরো বলেন,তাহিরপুর উপজেলার থেকে কোটি কোটি টাকা রাজস্ব নেন সরকার ,অথচ আমাদের তাহিরপুর এলাকাবাসী,নারী অধিকার,শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা থেকে বঞ্চিত রয়েছেন।
তিনটি শুল্ক স্টেশন ও পর্যটক স্পট থাকার পরও রাস্তাঘাটের নেই কোন সুব্যবস্থা, ভোগান্তিতে পর্যটক সহ ব্যবসায়িক ও অসাধারণ জনগণ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র শিবিরের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি তুহিন প্রমুখ।
সভাপতিত্ব করেন,আফিজ উদ্দিন,সঞ্চালনায় ছিলেন বড়দল দক্ষিণ ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন মেম্বার।
এছাড়াও ভিবিন্ন ইউনিয়ন এর সভাপতি ও সম্পাদক সহ জামায়াতে ইসলামীর কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।