
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া আদালতে সহায়ক কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়ন ও সেবা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩ টার সময় আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন সাতকানিয়া আদালতের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সিরাজ উদ্দীন শাহিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতকানিয়া সিনিয়র সিভিল জজ আদালতের বিজ্ঞ বিচারক জনাব হেদায়েত উল্লাহ, বিজ্ঞ লোহাগাড়া সিভিল জজ আদালতের বিচারক জনাব লোকমান হাকিম, সাতকানিয়া অতিরিক্ত সিভিল জজ আদালতের বিজ্ঞ বিচারক জনাব মোঃ দিদারুল ইসলাম ।
প্রশাসনিক কার্যক্রমকে যুগোপযোগী ও দক্ষ করে তুলতে আয়োজিত এ কর্মশালায় সাতকানিয়া চৌকি আদালতের প্রশাসনিক কর্মকর্তা, বেঞ্চ সহকারীগন সহ সকল দায়িত্ব পালনকারী আদালত সহায়ক কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় আদালত ব্যবস্থাপনা, নথিপত্র সংরক্ষণ, মামলা দায়ের–নিষ্পত্তির প্রাথমিক ধাপ, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ ও কর্মচারীদের আচরণবিধি নিয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
উদ্বোধনী বক্তব্যে বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব সিরাজ উদ্দীন শাহিন বলেন,
“আদালত সহায়ক কর্মচারীরা বিচারব্যবস্থার সেবা সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা, সততা ও দ্রুততার ওপর জনগণের ন্যায়বিচারপ্রাপ্তি অনেকটাই নির্ভর করে। এই প্রশিক্ষণ কর্মশালা তাদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন জনাব মোঃ হেদায়েত উল্যহ , সিনিয়র সিভিল জাজ, জনাব মো লোকমান হাকিম, সহকারী সিভিল জাজ, জনাব দিদারুল ইসলাম, সহকারী সিভিল জাজ ও আদালতের অভিজ্ঞ কর্মকর্তা শাহাবুদ্দিন মোর্শেদ ও জহির উদ্দীন । তাহারা আদালতের দৈনন্দিন কার্যপত্র হালনাগাদ, সঠিক তথ্য পরিবেশন, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া, মামলার সময়সূচি ব্যবস্থাপনা ও সেবা প্রদান সংক্রান্ত নানা দিক নিয়ে হাতে–কলমে প্রশিক্ষণ দেন।
অংশগ্রহণকারী কর্মচারীরা জানান, প্রশিক্ষণ থেকে তারা কার্যকর ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেছেন, যা কাজের গতি ও মান বৃদ্ধিতে সহায়ক হবে।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।