কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম
ভালোবাসা দুনিয়ার এক অদ্ভুত লীলাখেলা! মানুষের ভালোবাসা শুধু মানুষের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং মহান সৃষ্টিকর্তার সকল সৃষ্টির প্রতি।
আবার দুনিয়ায় মহান মনিবের সৃষ্টিগুলোর প্রত্যেকটি সৃষ্টি সবার কাছে পছন্দের নয়, তাদের মানষিকতার জন্য। আবার কারো কারো কাছে সমস্ত সৃষ্টি প্রাণের চেয়েও প্রিয়!
কিছু ভালোবাসা থেকে যায় অবিরাম অনন্তকাল! কিছু ভালোবাসা কাঁদায়! দুর্লভ জেনেও দীর্ঘ পথ চলা! বেঁচে থাকার অনুপ্রেরণায়!
কিছু স্বপ্নের, কিছু কল্পনার রঙিন আলপনা৷ কিছু সাগরের ভেসে চলা, কিছু না বলা! বেশি আশা বড়োই কষ্টের এটা যেনেও, তবুও একটা সময় গিয়ে মানুষ মানুষকে পাগলের মতো ভালোবাসে।
কিছু ভালোবাসা থেকে যায় আমরণ, কিছু ভালোবাসা রেল লাইনের মতো সোজাসাপ্টা।
কিছু ভালোবাসা বেদনার, তবুও ভালোবাসা সকলের প্রিয়।
ভালোবাসা হচ্ছে বিধাতার এক অমূল্য দান।