মোঃ জাবেদুল ইসলাম
ভাই কবি রকিবুল,
লেখ তুমি দুলদুল,
তাই পড়ে আমি ভাই,
হয়ে যাই মশগুল।
সমাজ নিয়ে বল তুমি,
সুখ দুঃখ হাসি খুশি।
ন্যায়ের কলম ধর যে,
অন্যায়কে দেও ঘুষি।
কবি ভাই রকিবুল,
লেখ তুমি দুলদুল।
দুর কর অনাচার,
তাই আমি মশগুল।
কবি ভাই রকিবুল,
লেখ তুমি দুলদুল।
মানুষের কল্যাণে,
তুমি কবি মশগুল।
প্রজাপতি ফুল দেখে,
লেখ ছড়া দুল দুল।
পাখি দেখে মহাখুশি,
ভাই কবি রকিবুল।