
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
কে এলো কে গেলো রাষ্ট্রের ক্ষমতায়
তাতে তৃতীয় বিশ্বের জনগনের কি আসে যায়?
আমি স্বাধীন নাকি পরাধীন, আমার দেশ কে কিনে নেয়
তা জেনে কি গরীবের রুটি ছিনতাই বন্ধ হয় ?
যে দেশে দুধের শিশু বিক্রি হয় চালের দামে
যে দেশে বড়লোকের ইমারত হয় শ্রমিকের ঘামে!
কবি-র কলম কেড়ে নেয় শাসক নামের হায়েনা, বর্বর
খাল পাড়ের লাশ হতে দেয়না, গায়েবী জানাজা পর কবর!
যে জাতি বোঝে না, স্বাধীনতা হারালে আসেনা ফিরে
গনতন্ত্র সমাজতন্ত্র চাইতে গেলে, বুলেট বেয়নেট ধরে ঘিরে!
ন্যায় বিচার ভিত্তিক সমাজ, আসবে কি কভু দেশে
এক ফোটা তেল পড়বে কি, গরীবের উসকোখুসকো কেশে?
পরিচয় হীন শিশুর ফুটপাতে ঘুমানোর দিন কি হবে বন্ধ
পেটের দায়ে দেহ বিক্রি শ্রমে সংসার চালালে, কেন এত গন্ধ ?
বন্ধ হবে কি ধর্মীয় ধোঁকাবাজির লেবাসধারী ফতোয়া
আমিত্ব হবে কি শেষ, তোমরা অপদার্থ আমি আমার পরিবার দুধে ধোয়া!
মানবতা মনুষ্যত্বের নিক্তিতে পাপপুণ্য পার্থক্য আমরা কি দেখি
লেবাসধারী ধর্ম আর ঈশ্বর প্রেম গ্রন্থ বরাবর ধর্ম, যদি মোরা শিখি?
তা হলে বিক্রি করে দাও বন্দর দ্বীপ দে-শ, যা মন চায়
ডলারের কাছে, জিহ্বায় জল আসে, আমরা বাঙালি বড় অসহায়!