কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম
জীবনের পথচলায় অনেক কিছুই ফিরে, ফিরে না ছোট্টবেলার দিনগুলি আর হারিয়ে যাওয়া সময়!
স্বপ্নের জানালায় অকারণে ফিরে আসে বারবার, হারিয়ে যাওয়া স্মৃতিগুলি!
স্বপ্নের সাগরে হারিয়ে যেতে ভালোবাসি সকাল- সন্ধ্যায়! অভিন্ন এক মায়া ভালোবাসায়!
স্বপ্ন আছে বলেই খুঁজে পায় বেঁচে থাকার অনুপ্রেরণা। মনের মতো সবকিছুই পায় কয়জনে!
তবুও আমরা বলে থাকি, বেশ ভালো আছি! সত্যিও না, আবার মিথ্যেও না!
আবার এও মনে করি! অন্যজনে বেশ ভালো আছেন। আরও মনে করেন আমার চেয়ে সুখী!
আধুনিক যুগ, তাই বলে নয়! নানান মানুষের নানান সমস্যা! তারপরও মানিয়ে চলা!
শত শত অগণিত খুশি আর আনন্দের আঁড়ালে লুকিয়ে রয়, কিছু কষ্ট আর বেদনা!
এরপরও আমরা সবাই বলি ভালো আছি। বিধাতা যেমনটি রেখেছেন আলহামদুলিল্লাহ।
ভিন্ন দেশে ভিন্ন ভাষাতেও বলি, আমরা ভালো আছি। এইভাবে দিয়ে থাকি নিজেকে সান্ত্বনা!