খুলনা অফিস:-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা সামনে রেখে খুলনা আর্ট একাডেমিতে ১৯ নভেম্বর ২০২৫: অনুষ্ঠিত হলো ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ছবি আঁকার একদিনের কর্মশালা সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা এই ক্লাস পরিচালনা করেন একাডেমির শিক্ষকবৃন্দ। ২০১০ সাল থেকে চারুকলা ভর্তি কোচিং পরিচালনা করে আসা প্রতিষ্ঠানটি পরীক্ষার পূর্বে এ ধরনের নিবিড় ক্লাসের আয়োজন করে থাকে। এবারের ব্যাচেও তার ব্যতিক্রম হয়নি।সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নিরবচ্ছিন্ন পাঠ শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা একত্র হয়ে একাডেমিতেই দুপুরের খাবারের আয়োজন করেন। এতে অংশ নেন একাডেমির চতুর্থ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী গেইনস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মহানন্দ গাইন, বাংলা প্রভাষক উম্মে আরাফাত মতিয়া সেতু এবং ইংরেজি শিক্ষক সৈকত বিশ্বাস। ১৬তম ব্যাচের শিক্ষার্থী মোহনা আক্তার বিভা, জয়দ্যূতি সরকার, পূজা শীল, বন্যা বাছাড়, সাগর ফকির, তরি গাইন ও মৌমিতা গোলদার সারাদিনের ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।দিনের শেষ মুহূর্তে ১৬তম ব্যাচের শিক্ষার্থী বন্যা বাছাড় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের দুটি অসাধারণ প্রতিকৃতি স্কেচ উপহার দেন। তার এই উদ্যোগে মিলন বিশ্বাস অত্যন্ত আনন্দিত হন এবং ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরাও তার সৃজনশীলতাকে আন্তরিকভাবে প্রশংসা করেন। চারুকলা ভর্তির প্রস্তুতিতে শিক্ষার্থীদের এগিয়ে নিতে একাডেমির এই নিবিড় ক্লাস দিনটি ছিল সবার জন্যই স্মরণীয়। এ সময় বাংলা ম্যাম ১৬ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমি ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের কোনদিন ভুলবো না তাদের এত সুন্দর আয়োজনের জন্য।