
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে ডালিয়া–তালতলা সড়কের ডালিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের সোনা উল্লাহর ছেলে আশরাফুল ইসলাম, তার স্ত্রী এবং পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে অটোরিকশাযোগে ভাগ্নির বাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে প্রচণ্ড ধাক্কা দিলে ঘটনাস্থলেই দম্পতি প্রাণ হারান।
গুরুতর আহত অবস্থায় তাদের শিশুসন্তানকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত হয়। দুর্ঘটনায় অটোরিকশার আরও কয়েকজন যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ ও প্রাথমিক তদন্ত শুরু করে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহি জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে।