
কলমে: মোহাম্মদ সহিদুল আলম
ভোরের ঝলমলে একরাশ মিষ্টি
আলোয় মন পাখি উড়ে যেতে চায়
নীলিমায়!
বিশাল আকাশ, নেই পথচলা!
কিছু কিছু মেঘ ভেসে যায়,
পাখিরাও শস্য শ্যামল ক্ষেত-মাঠ
পেরিয়ে, আনন্দে উল্লাসে ছুটে
চলছে, পদ্মা নদীর মোহনায়!
গ্রীষ্মের ছোটবেলায় কেঁটেছি
সাঁতার মহানন্দায়। কাঞ্চন নদীর জ্বলে দেখেছি, ঝলমলে
রোদে আলোকিত বালুকণা।
কাটিয়েছি বহু সময় সেইন নদীর তীরে, তবুও মনে পড়ে পদ্মা-মেঘনা-যমুনা, বুড়িগঙ্গা, মহানন্দা ও কাঞ্চন নদীর জল।
মনে পড়ে আরিচা ফেরিঘাট,
ঢাকার মুড়ির টিন বাস।
সময়ের সাথে বদলেছে সাহেব বাজার!
আজো খুঁজি বন্ধু তোমায়!
তুমি কি সেই তুমি, নাকি বদলে
গেছো! জানিনা তোমার ঠিকানা!