
ধরণী উঠেছে জেগে
মিষ্টি সকালের নির্মল আলোয়,
কুসুমিত ধরা।
জাগ্রত অন্তরে শুদ্ধ চেতনায়,
সবুজ পাতায় আলোর ঝিকিমিকি।
প্রেম সংগীতে পাখির সুরে,
সুরভিত সমীরনে সুগন্ধি ভরে।
চন্দন সৌরভ মুখরিত অন্তরে,
আলোয় আলোয় উঠিল ফুটে।
গগন প্রকাশি আলোর সাজে,
ভালোবাসায় ভরালো বিশ্ব মাঝে।
বরণে স্মরণে বিশ্ব ভুবন,
তোমারি নামে চলেছে অবিরাম।
গ্রহপূঞ্জ, চন্দ্র, সূর্য দিকে দিকে,
প্রস্ফুটিত নয়নে।
ছড়িয়ে আছে রাশি রাশি,
সৌন্দর্য অবলোকনে,
করুণা ধারা বহে পরতে পরতে।
আলোর ঝরনা ঝরে,
পুলকিত মনে নয়ন অভিরামে,
ধরণী উঠেছে জেগে।
কু শিক্ষার আশীর্বাদ
কুশিক্ষার আশীর্বাদ শুনি,
স্তম্ভিত হয় মন।
দুঃখের রসিকতা বর্তমান সমাজ।
আশীর্বাদ কথাটা বড়ই মধুর,
শুনলে মনের কালিমা হয় দূর।
বর্তমান সমাজে কুশিক্ষা অবাধে।
বড়রা ছোটদের না করে স্নেহ,
ছোটরা বড়দের করেনা সম্মান।
কুশিক্ষার প্রভাবে সমাজ নষ্টভ্রষ্ট,
চারিদিকে ধর্ষণ, খুন, অবিরত।
পারিবারিক শিক্ষায় বিভেদের বীজ,
যা হয়ে ওঠে ভয়ানক যুদ্ধের কারণ।
কুশিক্ষা বড়ই খারাপ জানে গুণী জনে।
ছোট থেকে শিক্ষা ভালো না হলে,
বৃদ্ধ বয়সেও সে করে কুকাজ।
কুশিক্ষা আশীর্বাদ নায় হয় অভিশাপ।
কুশিক্ষা নাহিদি ছোট ছোট কচি মনে।
ভালোবাসা শেখায় সৃষ্টির তরে।
তোমার রঙে রাঙিয়ে মন
বহু রংয়ের সংমিশ্রণে অপরূপ প্রকাশী,
তব নামে প্রকাশিছে মোর অন্তর,
এক অদ্ভুত মিলন ঘটে তোমার আমার,
আবির রঙে স্নিগ্ধ জ্যোতিতে প্রেম প্রকাশ,
নীল জ্যোতি তে হৃদয় হয় আলোকিত
উপলব্ধিতে জেগে ওঠে সংমিশ্রণ,
সর্বদা বিরাজিত গভীর অন্তর,
তুমি শব্দের প্রকাশ, আর,
আমি মগ্ন হই শব্দের স্রোতে,
উদ্বেলিত প্রেম সাগরে আনন্দে
হয়েছি মগ্ন,
স্বর্ণ রঙের আভিজাত্যের,
গলিতো কাঞ্চন শোভা,
ঐশ্বর্য মন্ডিত হয়ে উঠি রাশেশ্বরী,
সাগরের উত্তাল ঢেউয়ে ছন্দের গাঁথুনি,
তুমি থাকো আমাতে আমি থাকি তোমাতে,
এই মহামিলনের আনন্দে মগ্ন বিশ্ব যে।