
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো এস ডি টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৯টায় ডিমলা থানার গৌরনিতাই রেস্তোরাঁর দ্বিতীয় তলায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা মিলিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী। তিনি তাঁর বক্তব্যে এস ডি টেলিভিশনের ক্রমাগত অগ্রগতি ও সাফল্য কামনা করে বলেন, “এস ডি টেলিভিশনের মূল বার্তা একদিন বাস্তব হবে— বিশ্বজয়, বাংলার জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ এ এম মানিক মন্ডল। তিনি বলেন, সাংবাদিকরা সবাই একে অপরের ভাই। সংবাদপেশার নৈতিকতা ও ঐক্য বজায় রেখে এস ডি টেলিভিশন আরও গতিশীলভাবে এগিয়ে যাক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস ডি টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ রায়হান পারভেজ নয়ন। তিনি উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এস ডি টেলিভিশন যাতে সত্য ও ন্যায়ের পথ ধরে সামনে এগিয়ে যেতে পারে, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন।”
সঞ্চালকের দায়িত্ব পালন করেন মানবাধিকার প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ ইমরান ইসলাম।
আলোচনা শেষে প্রতিষ্ঠানের উন্নতি, সাংবাদিকদের পেশাগত সাফল্য, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি এক অনন্য সাংবাদিক মিলনমেলায় পরিণত হয়।
এই আয়োজনকে ঘিরে নীলফামারীর সাংবাদিক মহলে ছিল উৎসবমুখর পরিবেশ, যা স্থানীয় গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।