মোঃ রফিকুল ইসলাম টিটু,
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের কৃষকেরা ব্যস্ত বীজতলা প্রস্তুতে।
বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায়, কৃষকেরা এলাকা ভিত্তিক দিনক্ষণ টিক করে বীজতলায় সবাই একসাথে বীজবপন করে। অঙ্কুরিত এ বীজ বপনকে আঞ্চলিক ভাষায় 'জালা' নামে ডাকা হয়।
বৃহস্পতিবার (২০নভেম্বর) সকাল সাড়ে ছয়টায় বৌলাম গ্রামের কৃষকদের বীজতলা পরিদর্শন করতে গিয়ে দেখা গেল। অন্তত ১০০০ জন কৃষক ভোরের আলো ফোঁটার আগেই হালকা কুয়াশায় বীজতলা নিয়ে ঝাঁকে ঝাঁকে আবাল বৃদ্ধ সবাই মিলে মাথায় ডুলি (অঙ্কুরিত বীজ বহনের পাত্র) ঢাকি,বস্তা করে অঙ্কুরিত বীজ বপনের মহা উৎসবে ব্যস্ত।
এ যেন হাওরপাড়ের মানুষের কর্মব্যস্ততার আনন্দের আরেক অঘোষিত উৎসব।
স্বানীয় কৃষক মো: নূর আহমদ(৫০)বলেন,
প্রতিবছর আমরা সকলেই হেমন্তের শুরুতে পুরা এলাকাবাসী এক হয়ে এক সাথে জালা (বীজধান) ফালাই। এ বছর আমরা ব্রি-৮৮ ব্রি-২৮ ও ব্রি-২৯ ধানের বীজ রোপন করছি।
আরেক কৃষক বজলু মিয়া (৩২)বলেন " হাওর অঞ্চলের একটাই হসল (ফসল), এইডা অইলো বৈশাখকিয়া (বৈশাখী) বোরো হসল। এই হসলের দাই(জন্য) আমরা অগ্রয়নের (অগ্রহায়ন) হইলা (প্রথম) সপ্তায় বুরো ধানের জালা (অঙ্কুরিত বীজ) ফালতাছি ( বপন করা)। "
বৈশাখ মাসকে সামনে রেখেই হাওর অঞ্চলের বীপতলায় সচারাচর বোরো ধানের হাইব্রিড জাত ব্রি -৮৮, ব্রি ২৯ ধানের অঙ্কুরিত বীজ বপন করা হয়,
তবে এ বছর তারা ব্রি-৮৯ ধানের বীজও রোপন করছে।