কলমে: মোহাম্মদ সহিদুল আলম
মানুষ স্বপ্ন দেখে যখন তখন, হাসিমুখে থাকা এক দারুণ সম্ভাষণ। কতো যে লেখা থেকে যায় অপ্রকাশিত, থাকে না শিরোনাম!
বৃষ্টির সময়টা একটু, ভিন্ন রকম৷ নিজের অজান্তেই মনটা মায়ায় জড়িয়ে যায় বৃষ্টির সৌন্দর্যে।
চোখের আড়ালে মন ছুটোছুটি করে নিরালায়!
সময়ের সাথে সাথে বদলে যায় সমূদয়।
এই দুনিয়ার জীবন, ক্ষণস্থায়ী! কাছের মানুষ! কখন যে বদলে যায়, বিধাতাই ভালো জানেন।
কবিগন অসংখ্য কবিতা লিখেন, এক লেখা শেষ না হতেই, অন্য লেখার আয়োজন।
মনের মাঝে লুকোচুরির কিছু চাওয়া-পাওয়া থেকে যায়, নিভৃতে নীরবে!
বড় বড় সড়কে যানবাহন ছুটে চলে অবিরাম। সকলে গন্তব্যস্থলমুখী।
আসতে আসতে একদিন অপরিচিত মানুষটি হয়ে যায় সুখে-দুঃখে কাছের মানুষ।
বিশ্বাস, ভরসা আর নিঃস্বার্থ ভালোবাসায়৷ আর এ ভালোবাসা বিরাজমান দু'টি মনে অবিরাম।