মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সাহেবের চট্টগ্রাম সফরকে ঘিরে প্যারেড ময়দানে উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ ইতোমধ্যে ময়দানে উপস্থিত হয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি- চট্টগ্রাম ১৫, মজলুম জননেতা শাহজাহান চৌধুরী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আমীরে জামায়াতকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি তদারকি করছেন। মাঠ পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আয়োজন তিনি খুঁটিনাটি দেখভাল করছেন।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন- আমীরে জামায়াতকে কেন্দ্র করে দেশের তরুণ ও নতুন ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। তাঁর স্মার্ট প্রেজেন্টেশন, গণমুখী রাজনীতি, দলীয় শৃঙ্খলা এবং নেতৃত্বের প্রতি আনুগত্য- এসব তরুণ সমাজকে আরও কৌতূহলী ও আশাবাদী করে তুলেছে।
তিনি আরো বলেন-আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন ইতিহাস সৃষ্টি করবে ইনশা আল্লাহ।