
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের দাড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শোডাউনের সূচনা হয়।
ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় সাড়ে তিন হাজার মোটরসাইকেল এ শোডাউনে অংশ নেয়। শোডাউনটি এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করে।রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোডাউন উপভোগ করেন এবং প্রার্থীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
শোডাউন শেষে ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা জামায়াতের আমীর ও দাড়িপাল্লা প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
তিস্তা নদীর প্রকল্প বাস্তবায়ন হলে চরাঞ্চলের সাধারণ মানুষের জীবন-মানের উন্নয়ন হবে। আমরা সবসময় তাদের পক্ষে কাজ করতে চাই।
বেকার যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন,
এই অঞ্চলের উন্নয়নে কর্মসংস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।আমরা বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছি।
সাংবাদিকদের প্রশ্ন—জামায়াতে ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করে— এর উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন,
জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে না। জান্নাত অর্জনের জন্য সঠিক পথে চলতে কী করতে হবে—সেই দিকনির্দেশনাই আমরা দিয়ে থাকি।আমাদের নামে এসব মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
শোডাউন কর্মসূচিতে উপস্থিত ছিলেন
জেলা জামায়াতের আমীর নীলফামারী ১ ডোমার ডিমলা আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার,
উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান,
নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান,
সেক্রেটারি মোহাম্মদ রোকনুজ্জামান বকুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।
মোটরসাইকেল শোডাউনটি ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে সমাপনী ঘোষণা করা হয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শোডাউন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রার্থীর মাঠপর্যায়ের শক্তিশালী উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।