
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
২২ নভেম্বর, শনিবার, চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সম্মানিত আমীর, গণমানুষের নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর জনাব নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সু-শৃঙ্খল রাজনৈতিক দল। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের জেল-জুলুম, গুম-খুনের দুঃসময় অতিক্রম করেও আজ জামায়াত দেশের বুকে দৃঢ় অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা আজ আরও বেশি করে জামায়াতের দিকে মুখিয়ে আছে। নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও আদর্শ দেখে তরুণ সমাজের মাঝে দাঁড়িপাল্লাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে অসাধারণ উদ্দীপনা।
তিনি দাঁড়িপাল্লার প্রার্থীদের উদ্দেশে বলেন-মানুষের দ্বারে দ্বারে যান, জনদুর্ভোগ চিহ্নিত করুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন। নিজেকে এমনভাবে নিবেদিত করুন যেন জনগণ নির্ভয়ে আপনাদের কাছে তাদের কষ্টের কথা বলতে পারে।
তিনি আরও বলেন- আজ যে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে- ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ন্যায়-ইনসাফের বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। স্বাধীনতার পর বারবার মানুষ প্রতারিত হয়েছে, যাকে ভরসা করেছে সে-ই তাদের হতাশ করেছে।
তিনি আরো বলেন- আসুন- ন্যায়, ইনসাফ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর বিজয় নিশ্চিত করি।