
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জে বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৩ নভেম্বর) বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে এ গণমিছিল অনুষ্টিত হয়।
অপর দিকে তাহিরপুর উপজেলা বাদাঘাট বাজার, মধ্যনগর উপজেলার মহেষখলা বাজারে পৃথক পৃথক ভাবে মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সাচনাবাজারে সমবেত হয়। মিছিলে কয়েক হাজার কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ নেচে–গেয়ে ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলে।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন , “সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নের জন্য ছয়জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবাইই দলের যোগ্য প্রার্থী ছিলেন। তাদের মধ্য থেকে যাচাই–বাছাই করে দল আনিসুল হককে মনোনয়ন দিয়েছে। এখন আমাদের দায়িত্ব সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা।” তারা আরও বলেন, যারা মনোনয়ন পাননি, দল অবশ্যই তাদের যথাযথ মূল্যায়ন করবে। আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করি।”
পথসভায় বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী আফিন্দী, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান এবং সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান রোকন, কৃষকদলের আহবায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব আসাদ নুর সাদি প্রমুখ।