
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
চিরায়ত সেই অন্তহীন নিয়মে একদিন আমি থাকবো না
যমুনার উদ্বেলিত উর্মিমালা আমার বক্ষঃস্থলে যা ছিলো, আমি আর জাগবোনা!
অমাবস্যার রাতে যেমন ওঠেনা পূর্ণিমা শশী জোছনা নিয়ে
জাগবে না হিম শায়িত আত্মা নতুন করে ভালোবাসা
দিয়ে!
অবারিত আমার মন, বারে বারে ছুটতো তোমা পানে নিয়ে প্রণয় প্লাবন
যে পথে পদচিহ্ণ রেখে ফিরতাম আমি খর রৌদ্রে বা বর্ষার আষাঢ় শ্রাবণ !
হারিয়ে যাবে ম-ম স্মৃতি চিহ্ন বৃষ্টির বুদবুদ যেমন হারিয়ে যায়
জলে ডোবা আঙ্গিনা শুকালে, ক্ষান্ত হলে বৃষ্টি, বুদবুদ আর কি তৈরি হয়?
মৃত্যুর হিম শীতল ছোঁয়ায় যে একবার হিমায়িত হয়
সে কি আর আসে ফিরে, ফিরানো যায় কি এই সবুজ শ্যামল জীবনের গায়?
আমি যতোই হই ‘বোধিস্বর’, ফিরাবে কি ঈশ্বর কোন দিন
এই বিশ্বের যত দ্রুম পশুপাখি মানবকূলের কাছে রয়ে গেলো ঋণ!
একদিন এ-ই তুমি, পথ ভুলে প্রণয় রসায়নে সিক্ত হয়ে ভিড়েছিলে ম-ম কূলে
ভুল’কে সত্যি ভেবে সারাজীবন সাথ দিলে, হয়তো বিধাতার কোন ভুলে !
তুমি ও ভুলে যাবে মোর সব স্মৃতি, ভেঙ্গে শাঁখা মুছে সিঁদুর
আমার কবিতা লেখার খাতায় জমবে ধূলো, অস্বচ্ছ হবে আমার অবয়ব তব মনে, আমি বহুদূর!
হয়তো আচল পেতে, অন্য কেহ তে মেতে, করবে তার অপেক্ষা
মৃত্যু আত্মা দ্বিতীয় বার মরে না, বিয়োগ উল্লাস দেখে, এতটুকু ভগবান করেছেন রক্ষা!