
কলমে: রূপা রানী সরকার
থরথর কাঁপে ধরা, একি ঘোর অন্ধকার?
আকাশের বুক ফেটে নামে হাহাকার।
নিথর প্রকৃতি যেন শোকে আজ স্তব্ধ,
কোথায় লুকাবো মোরা, কোথা হব জব্দ?
গুমরে ওঠে মাটি, চাপা দীর্ঘশ্বাসে,
ফাটল ধরে ভিটেয়, বাঁচার আশপাশে।
আলো ঝলমলে ঘর, নিমেষেতে ধূলি,
কত স্মৃতি, কত স্বপ্ন যায় সব ভুলি।
সন্তানের মুখ চেয়ে মা শুধু কাঁদে,
আকুল পিয়াসী প্রাণ, বন্ধন যে সাধে।
পিতার কঠোর হাতেও কাঁপুনি আজ,
ভেঙে যায় জীবনের সাজানো যে কাজ।
প্রকৃতির এ রোষ, কেন এত তীব্র?
বিধাতার খেলা বুঝি হয় না সহিব্র!
প্রাণপণে ছুটছে মানুষ, বাঁচার আশায়,
এক নিমেষে সব যেন ফুরায়ে যায়।
তবুও মানবপ্রাণ, হার মানে না কভু,
নতুন করে গড়ি মোরা, ডেকে নিই প্রভু।
আঁধারের পরে আসে আলোর ইশারা,
সবাই সবার পাশে, ভরসা কেবল তোরা।
ভূমিকম্পের স্মৃতি হোক শুধু ভয়,
নতুন সূর্য উঠুক, নতুন বিজয়।
মাটির আঘাত সয়েও জাগি মোরা ফের,
এই আমাদের অঙ্গীকার, এই আমাদের ডের।