স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর পাংশা উপজেলার সুজানগর পশ্চিম পাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। ১৩তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলটি সুজানগর পশ্চিমপাড়া তিন রাস্তার মোড় সংলগ্ন ময়দানে বাদ আছর থেকে শুরু হবে।
মাহফিলে প্রধান মুফাসসীর হিসেবে কোরআনের তাফসীর পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মুফতি আমির হামজা। বিশেষ তাফসীরকারক হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাস্সিরে কুরআন, হযরত মাওলানা হোসাইন আহমাদ মাহফুজ।
তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথি থাকবেন, সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। বিশিষ্ঠ নজরুল গবেষক, রাষ্ট্রচিন্তক, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান, নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়ক আহসান উল্লাহ শামীম ও মানবাধিকার ব্যক্তিত্ব ও সমাজচিন্তক এস এস আমান উল্লাহ আমান।
তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন, রাজবাড়ী শ্রীপুর কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মাজেদ। মাহফিলে আরো স্থানীয় ওলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সুজানগর পশ্চিমপাড়া ইসলামি যুব সংগঠন আয়োজনে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের এক প্রস্তুতিসভা গত জুমাবার অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিসভায় গুরুত্বপূর্ন বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি, সিদ্দিক মোল্লা, সহ- সেক্রেটারি, মো. আব্দুল আলীম, সাধারণ-সমপাদক, মো. আবুল কাশেম আল আজাদী, আহ্বায়ক মো. জিলানী মন্ডল, মো. তেছেম শেখ, মো. শাহিদুল, মো. সালাউদ্দিন, মো. রুবেল হোসেন, মো. জাহাঙ্গীর মন্ডল, মো. গোলাম রব্বানী, মো. জিয়াউরসহ স্থানীয় বিশিষ্ঠ ব্যাত্বিবর্গ উপস্থিত ছিলেন।
তাফসীরুল কোরআন মাহফিলের প্রস্তুতিসভায় বক্তারা বলেন, দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার একটি অন্যতম মাধ্যম হচ্ছে ওয়ায-মাহফিল। সমাজ সংস্কারে যার অবদান অনস্বীকার্য। ভারত উপমহাদেশে আবহমানকাল থেকে এ প্রথা সুপরিচিত। আদর্শ সমাজ গঠনে তাফসীরুল কোরআন মাহফিল ও মুফাসসিরদের ভূমিকা অপরিসীম। তাফসীরুল কোরআন মাহফিলের ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ তা’আলার রহমত ও মানসিক প্রশান্তি লাভ হয়। ফেরেশতারা মাহফিলের শ্রোতাদের পরিবেষ্টন করে রাখেন ও মাহফিলের মাধ্যমে দ্বীনি জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। এ তাফসীরুল কোরআন মাহফিল ইসলামি উপদেশ ও জ্ঞান বিতরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে এবং ইসলামের ওপর চলতে উৎসাহিত করে। দ্বীনি মজলিসে উপস্থিত হলে আল্লাহ তা’আলা বান্দাদের উপর মানসিক প্রশান্তি নাযিল করেন এবং তাঁর রহমত বর্ষণ করেন।
মাহফিলে প্রদত্ত ওয়াজ-নসিহত মানুষকে সঠিক পথের সন্ধান দেয় এবং ইসলামের ওপর চলতে সাহায্য করে। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সর্বস্তরের মুসলমানদের সার্বিক সহযোগিতা করতে ও উপস্তিত থাকার আহ্বান জানিয়েছেন মাহফিল এন্তজামিয়া কমিটির নেতারা।