মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম ব্যুরো চীফ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী চুনতি ডট কম ম্যারাথন ২০২৫-এর মেডিকেল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে সাউন্ড হেলথ হসপিটাল লিমিটেড এবং ওয়ান হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউন্ড হেলথ হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ডাঃ এজেএম সাদেক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও চুনতি ডট কম ম্যারাথন ২০২৫-এর আহ্বায়ক ডাঃ মাহমুদুর রহমান, সাউন্ড হেলথ হসপিটাল লিমিটেড পক্ষে ব্যবস্থাপক শাহাবুদ্দিন, ওয়ান হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পক্ষে পরিচালক ডাঃ হাফেজ আহমদ সাঈদ, মুহাম্মদ ফরহাদ, রেজাউল বাহার রাজা, চুনতি ডট কমের পক্ষ থেকে কাজী শাহেদুল ইসলাম, নাজেম উদ্দিন সিদ্দিকী, রাশেদ আহমেদ খান, কাজী শরিফুল ইসলাম ও এজেএম খালেদ প্রমুখ।
ম্যারাথন চলাকালীন সাউন্ড হেলথ হসপিটাল লিমিটেড এবং ওয়ান হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সার্বক্ষণিক ডাক্তার ও অ্যাম্বুলেন্স সাপোর্ট প্রদান করবে। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে রানারদের জন্য ব্লাড প্রেসার, অক্সিজেন লেভেলসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।