কলমে: মোহাম্মদ সহিদুল আলম
এ বসুমতিতে জীবনটা কারো সুখের স্বর্গ, কারো আবার দু'বেলাও জুটেনা আহার! বিধাতা
অতি দয়াময়, সকলের দিন করে পার।
রাত যতই অন্ধকারাচ্ছন্ন হোক না কেন? ভোরের মিষ্টি আলোয় নতুন স্বপ্ন নিয়ে বেঁচে থাকার কর্ম জীবন শুরু হয় মানুষের।
মায়াভরা এই সুন্দর পৃথিবীর প্রত্যেকটি সৃষ্টিই অতুলনীয়! সবই চলে করুণাময়ের ইচ্ছায়। নীল আকাশ, চন্দ্র, সূর্য, তারা সবই অসম্ভব সুন্দর।
প্রভুর কি অদ্ভুদ লীলা, দুনিয়াতে এলে, বিধাতার নির্ধারিত সময়ে আবার ফিরেও যেতে হয়!
পুরো পৃথিবী ঘুরে দেখার সুযোগ হয়নি! তবে দেখছি শত শত শহর, গ্রাম নদী বন্দর।
দেখেছি অগণন জন জীবন, শহরের কোলাহল৷ প্রতিটি দেশেই অনাবিল সুন্দর, নিজ নিজ
বৈশিষ্ট্যে নয়নাভিরাম।
কর্ম জীবন যেই দেশেই হোক, আমরা প্রত্যেকেই ভালোবাসি নিজ নিজ জন্মভূমিকে।
অপেক্ষায় থাকি কখন ফিরবো নিজ গন্তব্যস্থলে। কিন্তু চিরন্তন সত্য হলো, আসল ঠিকানা হচ্ছে পরকালের জীবন!