
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার আক্রান্ত সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগের পাশে নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে মূলধারার সাংবাদিক সংগঠন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নয়াপাড়াস্থ অসুস্থ সাংবাদিক সোহাগের গ্রামের বাড়িতে গিয়ে এসোসিয়েশনের নেতৃবৃন্দরা তার চিকিৎসার খোজখবর নেন, এ সময় নগদ ৩৫ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়।
লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশনের এই মানবিক পদক্ষেপ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। সমাজের বিত্তবানদেরও এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন’র উপদেষ্ঠা নুরুল আলম কোম্পানি, সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম, দলিলুর রহমান, অর্থ-বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান, কার্যকরী সদস্য রিয়াদ হোসেন, চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন, ইউপি সদস্য জয়নাল আবেদীন, এমচর হাটের ব্যবসায়ী ডা: রেজাউল করিমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এছাড়াও ক্যান্সার আক্রান্ত এই বরেন্য সাংবাদিক এর জন্য চিকিৎসা সহায়তা পাঠাতে নিচের বিকাশ/নগদ নাম্বারে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে
নগদ/বিকাশ: +880 1832-368656