সানজিদা রুমা, নরসিংদী:
মঙ্গলবার (২৫ নভেম্বর) ২০২৫ ইং ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের অধীনে এমআরএসসি নরসিংদীতে রেইজ প্রকল্পের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয় সভা" অনুষ্ঠিত হয়।এমআরএসসি কোঅর্ডিনেটর ও ব্র্যাক জেলা সমন্বয়ক মিজানুর রহমানের সঞ্চালনায় এবং ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে মিটংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব মাসুদুল হাসান তাপস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের সহকারী পরিচালক সুভ্রত কর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব সেলিনা আক্তার।আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহকর্মীবৃন্দ।