নরসিংদী প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ মার্কার বিজয় নিশ্চিত করতে মুছাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রায়পুরা বাসীর প্রছন্দের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন বকুল এর আগমনে মিছিলে মিছিলে মুখরিত করে তুলে অসংখ্য বিএনপির নেতাকর্মী সহ এলাকার জনগন তাকে বরন করতে মানুষের ঢল নামে। আজ বিকালে নরসিংদীর রায়পুরা মুছাপুরের বীরশ্রেষ্ঠ মতিউর নগর (রামনগর)এলাকায় মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী জালাল উদ্দিন-এর সভাপতিতে ¡প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন বকুল ।
অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার হারুন-আর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান , নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান,
মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলী ভূইয়া,জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আবদুল কুদ্দুস মিয়া, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, রায়পুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব,নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক ভূইয়া মোহন, রায়পুরা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ কাশেম।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক মোঃ আলফাজ উদ্দিন মিঠু, রায়পুরা উপজেলা যুবদল সদস্য সচিব নূর আহম্মদ চৌধুরী মানিক, রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব মেম্বার প্রমুখ। প্রধান অতিথি আশরাফ উদ্দিন বকুল বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে, হাসিনা সরকারের মত বিএনপি কখনো দেশ ছেড়ে পালাবে না। শেখ হাসিনার আমলে দিনের ভোট রাতে হয়েছে। দেশের জনগন ১৭ বছর যাবৎ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। এ বার ভোটের পরিবেশ হতে যাচ্ছে। বিগত দিন গুলোতে দলীয় হরতাল মিছিলে আপনারা যারা মাঠে ছিলেন তারাই মাঠে থাকবে। যেসব নেতারা দলের দুর্দিনে ছেড়ে পালিয়ে যায়নি তাদেরকে তাদের পাশে রাখবেন। আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন।