চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
লোহাগাড়া সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি মজলুম জননেতা শাহজাহান চৌধুরী।
২৪ নভেম্বর, সোমবার,সকালে গণসংযোগ রশিদের পাড়া পেট্রোল পাম্প হতে শুরু হয়। এসময় লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আবসার চৌধুরী, মাষ্টার মোহাম্মদ ফারুক, তামিম মির্জা,আরিফ উল্লাহ, আমির হোসেন, সাহাব উদ্দিন, আরিয়ান হাসান, আব্দুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। গণসংযোগে স্থানীয় মুরব্বিদের আন্তরিক ভালোবাসায় তিনি অভিভূত হন। মুরব্বিরা রাস্তা-ঘাট সংস্কারসহ নানা নাগরিক সমস্যার কথা তুলে ধরলে তিনি সেগুলো সমাধানে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস প্রদান করেন।
তিনি রশিদের পাড়া ইকরা আব্দুল জাব্বার উচ্চ বিদ্যালয়, রশিদের সরকারী প্রাথমিক বিদ্যালয়, নজুমুন্নিছা সরকারী প্রাথমিক বিদ্যালয়,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ ও বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষকদের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসব সমস্যা সমাধানে পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।
দরবেশ হাটে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- স্থানীয় পর্যায়ে কিশোর গ্যাং, মাদকাসক্তি ও মাদক কারবার বর্তমানে সবচেয়ে বড় সামাজিক সংকট। কিছু রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য গুরুতর হুমকি।
তিনি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন এবং প্রশাসনের প্রতি আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।