শামসুন্নাহার সুমা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ চায়ের আড্ডায় মিলিত হয়েছেন আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞা।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় শিবগঞ্জের দ্যা ফরেস্ট ক্যাফে-তে অনুষ্ঠিত এই অনানুষ্ঠানিক আড্ডায় স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় কার্যক্রম, গণমাধ্যমের ভূমিকা এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।
আড্ডায় আরও উপস্থিত ছিলেন—
আলহাজ্ব আশরাফুল হক, আহবায়ক, শিবগঞ্জ উপজেলা বিএনপি
তসিফুল আলম, সদস্য সচিব, শিবগঞ্জ উপজেলা বিএনপি
আলহাজ্ব সোফিকুল ইসলাম, আহবায়ক, শিবগঞ্জ পৌর বিএনপি
ডা. নাহিদুজ্জামান সুমন, যুগ্ম আহবায়ক, শিবগঞ্জ পৌর বিএনপি
জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও আলোচনায় অংশ নেন। তারা সংবাদ পরিবেশন, তথ্যপ্রবাহ এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরার বিষয়ে বিভিন্ন মতামত শেয়ার করেন।
সাংবাদিকদের ভূমিকা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ এবং ভবিষ্যতে আরও সহযোগিতা ও ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে এই চায়ের আড্ডা ইতিবাচক সম্পর্ক ও সমন্বয় বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।