কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
কবির হাত আজ রাজ শিকলে বন্দী
কবির কলম করেনা কভু, মিথ্যার সাথে সন্ধি!
তাইতো কবিতার বুক আজ ক্ষত-বিক্ষত
হায়েনা-দুর্বৃত্তর দন্ত নখরে আজ আহত !
ধর্ষিত যখন হয় জাতির বিশুদ্ধ সত্যি পরিচয়
কবিসাহিত্যিক তখন কিভাবে নিরব বসে রয়?
হাতেপায়ে বেড়ি যখন কবি-র কলম
নগ্ন চেহারা তখন বেরিয়ে আসে, কে মানুষ আর কে জালেম!
কবিতার পান্ডুলিপি যখন কফিনে এঁটে শেষ পেরেক ঠোকা
দাফন হয় সারা জাতির বিবেক, কবিকে বানাতে চায় বোকা!
প্লাবনে ধৌত করতে চায় কবির ছন্দ বর্ন বাক্য
কবি-র কলম মুক্তি নিয়ে এসেছে শত দেশের, ইতিহাস দেয় সাক্ষ্য!
বিদগ্ধ কবি বারুদের অগ্নিস্ফুলিঙ্গ যার কলমের নিব
পরমাণু মিশাইল যখন কবি-র কলম, পুরো জাতির বিবেক তখন ক্লিব!
নিঃশেষ নিস্তব্ধ মানবতা মনুষ্যত্ব কলম স্বাধীনতা
আসছে দিন, মুক্ত হবে জিম্মি কবিতা, ছিঁড়বে সব অধীনতা!