কলমেঃ মো: কাইয়ুম আলী
ধ্বংসের হাতীয়ার
চমকায়,ঝনঝনিয়ে বাজে আজ
মেতেছে বিশ্ব ধ্বংস খেলায়, ওরে, তোরা রণসাঝে সাজ।
যুদ্ধ বাধীয়ে শান্তি খোজে,শান্তির বাণি সদাই ভজে
ছল-চাতুরী ধোকার জাল পেতেছে তারা বিশ্ব মাঝে।
ফুল ফোটানোর শপথ নিয়ে করছি মোরা আফিম চাষ,
স্বাধিনতার যুদ্ধ করে, হচ্ছি সবাই আবার দাস।
যাহারা ধ্বংস করার ফন্দি আটে, তারাই ধ্বংস,তারাই ক্ষয়,
শান্তি বাণির সৈনিকেরা সদা চিরস্থায়ী চির নির্ভয়।
অসভ্য জাতির অ বাদে হচ্ছি মোরা সভ্য জাতি,
ক্ষুধায় মরে মানব শিশু,
তবুও আছি অস্র ক্ষুধার নেশায় মাতি।