
সানজিদা রুমা, নরসিংদী:
নরসিংদীতে ব্র্যাক মাইগ্রেশনের রেফারেল পথনির্দেশনা ও সংযোগ কর্মশালা
বিদেশ-ফেরতদের জন্য সরকারি-বেসরকারি সকল সেবা সহজ করতে হবে বলেছেন
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন
বাংলাদেশি বিদেশ-ফেরত অভিবাসীদের একটি বড় অংশই দেশে ফিরে সমাজের মূল ধারার সঙ্গে মিলতে পারে না বলে মন্তব্য করে নরসিংদীর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন- ‘সবাইকে বিদেশ-ফেরতদের পাশে দাঁড়াতে হবে। তাদের দক্ষতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী সমাজের সকল সেবার সাথে তাদের যুক্ত করতে হবে। এটা আমাদের মানবিক দায়িত্ব।
আজ বুধবার (২৬ নভেম্বর ২০২৫) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর জেলা প্রশাসক এ কথা বলেন। নিজের বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণে জেলা পর্যায়ে সমন্বিত কাজের বিকল্প নেই। রেফারেল সিস্টেম সঠিক ভাবে কার্যকর হলে বিভিন্ন দপ্তরের সেবা দ্রুততম সময়ে তাদের কাছে পৌঁছানো সম্ভব হবে।’
আয়োজনের সভাপতিত্ব করেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) জনাব আবু তাহের মো: সামসুজ্জামান। তিনি বলেন, রেফারেল ব্যবস্থাপনা উন্নত করতে সব অংশীজনকে একসাথে কাজ করতে হবে। এ ধরনের কর্মশালা আমাদের কার্যপরিকল্পনা আরও স্পষ্ট করতে সহায়তা করে। জেলা প্রশাসন সবসময় সহযোগিতায়
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার রক্ষিত ভট্টাচার্য। তিনি নিজের বক্তব্যে কর্মশালায় উপস্থিত সবাইকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। পাশাপাশি সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িত ‘রিইন্টিগ্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের সেবাসমূহ কীভাবে নরসিংদী ও দেশের অন্য জেলাগুলোতে বিদেশ-ফেরতদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে সহায়তা করছে সে তথ্য তুলে ধরেন। রেফারেল সেবা প্রদানে প্রতিবন্ধকতা ও সম্ভাব্য উপায় উপস্থাপন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অভিবাসন-প্রবণ জেলাটির সিভিল সার্জন ডা. সৈয়দ মো: আমিরুল হক বলেন, “প্রত্যাবর্তনকারী অভিবাসীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় সকল কাজে পাশে থাকবে। ব্র্যাক ও অন্যান্য সঙ্গে সমন্বয় হলে সেবাপ্রদান আরও সহজ ও কার্যকর হবে। আমরা রেফারেল ব্যবস্থাকে শক্তিশালী করতে একসাথে কাজ করবো।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ দাউদুল হক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: ছাইফুল ইসলাম, পাসপোর্ট অফিসের এসিস্ট্যান্ট ডিরেক্টর মো: রাসেল আহমেদ শাহীন, ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ আমিনুল হক, শীলমান্দী যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসককের কার্যালয়ের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী কমিশনার মেহেদী হাসান পাটোয়ারী, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, মাইগ্রেশন এন্ড রিইন্ট্রিগ্রেশন সাপোর্ট সেন্টারসহ নরসিংদীতে কর্মরত ব্র্যাকের বিভিন্ন প্রোগ্রামের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলায় সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় ব্যাক্তিত্ব, প্রবাস বন্ধু ফোরাম সদস্য, স্বে”ছাসেবক ও বিদেশ ফেরত অভিবাসী।
নরসিংদী ও দেশের বিভিন্ন জেলায় বিদেশ থেকে ফিরে আসা মানুষ ব্র্যাকের রিইন্টিগ্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্প থেকে মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে সহায়তা পাচ্ছেন । নরসিংদী জেলা প্রশাসনসহ সরকারের নানা দপ্তরও তাদের পাশে রয়েছে।
বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারাবিশ্বের শীর্ষ¯’স্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে । ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই কর্মসূচি ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।