মোঃ নুর ইসলাম মৃধা
মানুষের জীবনে শত্রু বলতে আমরা সাধারণত এমন কাউকে বুঝি—যে স্পষ্টভাবে আমাদের বিপক্ষে দাঁড়ায়, আমাদের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু বাস্তবে সবচেয়ে ভয়ংকর শত্রুরা কখনোই মুখোশ খুলে সামনে আসে না। তারা ভদ্রতার আড়ালে, আপনজন সাজার অভিনয়ে—ঠিক আমাদের আশেপাশেই থাকে।
আমরা ভাবি, শত্রু দূরে কোথাও লুকিয়ে আছে। কিন্তু না—তারা কখনও আমাদের সাথে হাঁটে, কাঁধে হাত রাখে, প্রয়োজনের সময় কাছে আসে। যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ রক্ষা হচ্ছে—তারা আমাদের প্রতি অতি সদয়, অতি সহানুভূতিশীল। কিন্তু সুযোগ পেলেই সেই একই মানুষ আমাদের পিঠে ছুরি বসাতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করে না।
সরলতা—মানুষের সবচেয়ে বড় দুর্বলতা
অনেক মানুষ সরল হয়। তারা বিশ্বাস করে, যাকে সে ভালোবাসে, তাকেও সে ভালোবাসবে। কিন্তু বাস্তবতার কঠিন পাঠ বলছে—সবাই আপনার মতো হয় না। আপনি ভালো, তাই সবাইও ভালো—এই ধারণা সবচেয়ে বড় নির্বুদ্ধিতা। অনেকেই এই সরল মন-মানসিকতাকে ব্যবহার করে, সুযোগ নেয়, এবং এক সময় সেই সরলতার প্রতিদান হয় বিশ্বাসঘাতকতা।
শত্রু চিনতে না পারার কারণ
আমরা সাধারণত কটুকথাকে শত্রুতা মনে করি। যে সামনে এসে কথায় আঘাত করে—তাকে আমরা শত্রু ভাবি। অথচ যে পেছন থেকে আপনার সম্পর্কে অপবাদ ছড়ায়, সুযোগ বুঝে আপনার শক্তিকে দুর্বলতায় পরিণত করে—সে-ই প্রকৃত শত্রু।
কারণ সে জানে—সরাসরি আঘাত করলে আপনি সতর্ক হবেন, তাই সে হাসিমুখে আঘাত হানে।
বিশ্বাসঘাতকতার সবচেয়ে বেদনাদায়ক রূপ
শত্রুর আঘাতে নয়,
আপনজনের বিশ্বাসঘাতকতায় মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে।
কারণ শত্রুর আঘাতের জন্য আমরা প্রস্তুত থাকি,
কিন্তু আপন মনে যাকে বুকে আগলে রাখি—তার আঘাতের ব্যথা গভীর, বিষের মতো ছড়িয়ে পড়ে প্রাণে।
তবে কি সবাইকে সন্দেহ করবেন?
না। সন্দেহ নয়—সচেতনতা চাই।
মানুষ চেনার কৌশল চাই।
• কে আপনার অনুপস্থিতিতে আপনাকে সমর্থন করে?
• কে আপনার সাফল্যে খুশি হয়?
• কে আপনার কষ্টে সত্যিকারের পাশে থাকে?
এই তিনটি প্রশ্নের উত্তরে আসল চিত্র বদলে যাবে।
শেষ কথা
শত্রু থাকুক, সমস্যা নেই।
কিন্তু শত্রুকে বন্ধু ভেবে কাছে রাখা—
এটাই সবচেয়ে বড় বিপদ।
তাই জীবনে কারা আপনার হাত ধরে টেনে তুলছে
আর কারা হাসিমুখে ধাক্কা দিয়ে নিচে নামাচ্ছে—
তা খেয়াল রাখুন।
কারণ শত্রু দূরে নয়—
আপনার খুব কাছেই থাকে।
লেখক পরিচিতি:
মোঃ নুর ইসলাম মৃধা (এম এ,এলএল বি,এল এইচ এম পি)
লেখক ও কলামিস্ট এবং সমসাময়িক সমাজ, মানবমনের বৈপরীত্য ও জীবনের বাস্তববিদ্যা নিয়ে লেখালেখি করেন নিয়মিত।