সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি—এই স্লোগানকে সামনে রেখে নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) দিরাই এর উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধণা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে সদর উপজেলা বেরিগাঁও বিদ্যালয় মাঠে এ জয়িতা শাহীনা চৌধুরী রুবি, মাজেদা খাতুন, সামিনা চৌধুরী মনি, সেলিনা আবেদীন, রিনা বেগম, রোশনা আক্তার তৃষ্ণা ও শিল্পী বেগম কে সংবর্ধনা দেওয়া হয়।
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়েভ সুনামগঞ্জ সদর-এর সমন্বয়কারী সামিনা চৌধুরী মনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শবনম দ্দোজা জ্যোতি। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা।
বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে বিশ্বব্যাপী প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। সারাদেশের মতো দিরাই ওয়েভও নানা কর্মসূচি পালন করছে। তারা নারী-শিশু নির্যাতন বন্ধ, বৈষম্য ও সহিংসতা দূরীকরণে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন—জয়িতা শাহীনা চৌধুরী রুবি, মাজেদা খাতুন, সামিনা চৌধুরী মনি, সেলিনা আবেদীন, রিনা বেগম, রোশনা আক্তার তৃষ্ণা ও শিল্পী বেগম, প্রতিমা রানী দাস, প্রিয়াংকা, লক্ষী দাস, ফৌজিয়া রহমান ঊষা, মুন্নি আক্তার প্রমূখ।
আলোচনা সভা শেষে নারীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শারমিন, দ্বিতীয় সুরাইয়া এবং তৃতীয় স্থান অধিাকর করে ইভা।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।