মোঃ জাবেদুল ইসলাম
হেড মাষ্টার রন্টু মামা,
সাদা সিধে গায়ে জামা।
সরল সোজা মানুষ সে,
কম কথা বলে আর যে।
সঠিক সময়ে স্কুলে যায়,
পরিস্কার পরিচ্ছন্নতা দেখেন
ঘুরে ফিরে বিদ্যালয় এবং,
চারি দিকে মাঠ প্রাঙ্গণে।
খর খুঁটো ময়লা আবর্জনা,
তুলে রাখেন নিজে ডাস্টবিনে।
হেড মাষ্টার রন্টু মামাকে,
এই নামে সবাই তারে চিনে।
রমনীগঞ্জ চায়নায় কর্মস্থল,
সমায়ানুবতিতায় সে অবিচল।
সঠিক সময়ে স্কুলে যায় এবং,
দেখ ভালোতে অনড় অটল।
শিক্ষার্থীর সাথে কুশল বিনিময়,
খোঁজ খবর রাখেন সবার।
সুবিধা অসুবিধার কথা তিনি,
মনোযোগ দিয়ে শুনেন আবার।
হেড মাষ্টার রন্টু মামা,
সাদা সিধে গায়ে জামা।
ক্লাসে তার বাচনভঙ্গি সত্যি,
মনোমুগ্ধকর এবং অবাক।
ধৈর্য ধারণ করে ক্লাসে,
সুন্দর করে পড়ান তিনি।
শিশুদের মাথায ঢুকে সব,
হেড মাষ্টার রন্টু যিনি।
শিশু বিকাশে তথ্যপ্রযুক্তি,
শিখিয়ে দেয় বাচন ভঙ্গি।
খেলা ধুলা পড়াশোনা যেন,
শিশুদের হয় নিত্য সঙ্গী।
যতই আসুক ঝড় ক্লেশ,
শিশুরাই গড়বে এই দেশ।
শিশুদের প্রতি খেয়াল যে,
আমরা করি মনোনিবেশ।
হেড মাষ্টার রন্টু মামা,
গায়ে তার সাধারণ জামা।
ন্যায় সত্য নিয়ে থাকেন,
অন্যায়ের কাছে নাই ক্ষমা।