
ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
গোয়াইনঘাটে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিঠামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পিঠামেলার উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ইউএনও সহধর্মিণী,উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, মহিলা বিষয়ক
কর্মকর্তা তাসলিমা,কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, পানি সম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান,সমাজ সেবা কর্মকর্তা আবু কাওসার,প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আব্দুল মালিক, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমূখ।মেলায় ২৫ প্রকারের বাহারী পিঠার আয়োজন ছিল। পরে প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।