
এম এম ইসলাম, হাড়োয়া, ভারত থেকে:
উত্তর ২৪ পরগণার হাড়োয়ার অন্যতম স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমীর উদ্যোগে গত ৩০ নভেম্বর ২০২৫, রবিবার অনুষ্ঠিত হলো রক্তার্পণ উৎসব, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাবিষয়ক সেমিনার। এদিনের এই বহুমুখী অনুষ্ঠানকে ঘিরে ছিল শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষের উপচে পড়া ভিড়।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস ও সমাজসেবী ড. হুমায়ুন কবির, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা কামরুজ্জামান, মোটিভেশনাল স্পিকার আবেদিন হক আদী, জনপ্রতিনিধি ফরিদ জমাদার, শিক্ষানুরাগী আব্দুল খালেক, হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি সুপারিনটেনডেন্ট মুফাসসির হোসেন, সাংবাদিক মহম্মদ মফিজুল ইসলাম, সিরাত ওয়েলফেট ট্রাস্টের সম্পাদক শিক্ষক ও সমাজসেবী আবু সিদ্দিক খান, হাফিজ ও আলেম সমাজের প্রতিনিধিত্বকারী হাফেজ আব্দুল আজিজ, এবং আইনজীবী আব্দুল হান্নান প্রমুখ বিশিষ্টজন।
পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন আল আমিন একাডেমীর সম্পাদক মাওলানা মোখতার মোল্লা। তার স্নিগ্ধ সঞ্চালনা ও পরিশীলিত ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।
রক্তদান শিবিরে বহু তরুণ-যুবক স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনা—আবৃত্তি, সংগীত, নৃত্য, ধর্মীয় ও দেশাত্মবোধক পরিবেশনা—সমাবেশকে বারবার মুগ্ধ করে। দিনের শেষ পর্বে অনুষ্ঠিত শিক্ষাবিষয়ক সেমিনারে অতিথিবৃন্দ আধুনিক শিক্ষার চ্যালেঞ্জ, নৈতিকতা, চরিত্রগঠনের গুরুত্ব ও সমাজে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
একাডেমীর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে আল আমিন একাডেমী আরও সামাজিক ও মানবিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।