শত জনমের প্রেমে ভরবে মন
তুমি এসো এই হেমন্তে
অগ্রহাণের ভরা ধানের মৌসুমে
সবুজের আলো-ছায়ার মায়ায়
ভোরের হিমেল হাওয়ায় কুয়াশার মিহি রোদে
নিস্তব্ধতার প্রান্তরে তোমার আসার প্রতিধ্বনি
ছুঁয়ে যাক হৃদয়ের প্রান্তর
রোদেলা আকাশ হতে ঝরে পড়বে গরমের পালক।
পড়ন্ত সূর্য আলো ছোঁয়া শেষ বিকেলে তুমি এলে রাতের উষ্ণতার সুখ স্মৃতিতে হেঁটে বেড়াবে মন
দূরের শীত পাহাড়ে আলো ছড়াবে আমাদের প্রেম
না দেখা অরণ্যে হারাবে শীতের প্রবাহ।
অমাবস্যা রাতে লুকানো চাঁদ পৃথিবীকে করবে আলোকিত
মনে ক্লান্তি আর বেদনা সাড়াতে সুসময় আসবে নিকটে
বিচ্ছেদের অজান্তে ভালোবাসায় ভরবে চারপাশ নিঃশব্দের আড়ালে শত জনমের প্রেমে ভরবে মন।
জীবনে এসেছে পূর্ণতা
স্নিগ্ধতার সুতোয় বুনেছি সময়
ফুটন্ত আলোর প্রভাতে ক্লান্তহীন দেহমন
বিকেলের কপালে লুটিয়ে পড়া বিস্তীর্ণে
সবুজের কার্পেটে সাজিয়েছি বসবাস
তোমার মুগ্ধতায় বেড়েছে সুদিন।
চাঁদে নরোম আলোর মতোন
তোমার রূপে মাতাল হয়ে
জীবন মেলে ধরেছি অনন্তের পথে
বাস্তবতার আয়নার ভেসে ওঠা
তোমার অপরুপে জীবনে এসেছে পূর্ণতা।
নিঃশব্দে চলে যাওয়া
হঠাৎ একদিন নিভে যাবে জীবনের বাতিঘর
অন্ধকার ঘরে লাশের খাতায় লেখা হবে নাম
পাথর পথে পড়ে থাকবে স্মৃতি
সময়ের চারপাশে পড়ে রবে জীবনের অসমাপ্ত দিন
দক্ষিণের জানালায় উপচে পড়বে দুঃখ বাতাস
বেদনার নীলে ভরে থাকবে প্রতিবেশীর আকাশ
চলে যেতে হবে রোদ্র তাপে ফুরিয়ে যাওয়া
ভোরের কুয়াশার মতো
বিধাতার হুকুমে নিয়োজিত ফেরেশতারা
নিয়ে আসবে মৃত্যুর পরোয়ানা
হতে পারে সময়টা দিন অথবা রাত
নিঃশব্দে এ চলে যাওয়ায় আমার জন্য
কারো মন পুড়বে বা আমাকে কারো বা মনে পড়বে
বেড়েছে সফেদ মুগ্ধতা
সুবাসিত সকালে স্নিগ্ধতার পেখম
বৃষ্টির বিদায়ে সফেদ রোদের প্রলেপ
অরণ্যের মায়ায় সুভাসিত ঘ্রাণে ফিরেছে সময়
ধানের দেশে হলুদ পোষাকে ভরেছে জমিন
উঠানের রুপালী রোদের ফিরেছে শৈশব
হাওর শুকনো সময়ে পাখিদের মহোৎসব
ছাতিমের ঘ্রাণে নেমে এসেছে সরব সন্ধা
মেঠো পথের শিশিরে শীতের সজীবতা
ঘুমের আকাশে পূর্ণিমা চাঁদ হাসে
শীত উমে দূরে গেছে চিন্তার বক্ররেখা
নরোম আলোয় লুটিয়ে পড়েছে আঙিনার সুখ
শিশিরের বিকশিত ভোরে আকাশের শামিয়ানায়
ঘাসের মখমল শরীরে বেড়েছে সফেদ মুগ্ধতা।
কামনা
সময়ের শরীর থেকে ঝরে যাক অনিশ্চয়তা
আকাশের কঠিন মেঘগুলো
নরোম বৃষ্টিতে হয়ে ঝরে পড়ুক মাটিতে
মুছে যাক হৃদয়ের সব দুঃখ রং
সুখের পরশে ভরে থাকুক সবটুকু সময়
ধ্বংসের পৃথিবীতে না হোক কারো বসতি
পুরানো আক্ষেপ ভুলে গিয়ে
সু সময়ে আসুক দিবস রাত
ভালোসায় জলে ভরে থাকুক সবার জীবন
হাসিতে ছড়িয়ে পড়ুক ফুলের শুভ্রতা
ঝরনার স্রোতের মতো প্রেমে ভেসে যাক অপবিত্রতা
নির্জন পথেও হাঁটু ঘেরে বসে থাকুক সুখের নীরবতা।