
মোঃ আসাদুল হক, স্টাফ রিপোর্টার, খুলনা:
বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অবসরপ্রাপ্ত ভেটেরিনারি চিকিৎসক চিত্তরঞ্জন মজুমদার আর নেই।
১লা ডিসেম্বর ২০২৫, সোমবার রাত ৩টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে পরপারে পাড়ি জমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর ১ মাস ২৪ দিন।জন্মগ্রহণ করেন ০৭ অক্টোবর ১৯৫৬ সালে। দীর্ঘদিন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রথমে খুলনা সার্জিক্যাল হাসপাতাল ও ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভারতে বড় ছেলে চন্দ্রশেখর মজুমদারের কাছে অবস্থান করেন। কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে এলেও আবারও শারীরিক অবনতি দেখা দিলে ছোট ছেলে রাজীব মজুমদার চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। খুলনায় আনার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।চিত্তরঞ্জন মজুমদার ছিলেন অতি সামাজিক, সদালাপী, সৎ ও মানবিক গুণে উজ্জ্বল একজন মানুষ। তাঁর সঙ্গে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের পরিচয় ২০১২ সালে; যখন রাজীব মজুমদারের হাত ভেঙে গেলে মিলন বিশ্বাস তাঁর চিকিৎসার জন্য রক্তের ব্যবস্থা করেন। সেই পরিচয় থেকেই মজুমদার পরিবারের ঘনিষ্ঠ সদস্যে পরিণত হন তিনি। চিত্তরঞ্জন মজুমদারও তাঁকে আপন সন্তানের মতো স্নেহ ও ভালোবাসা দিতেন। তাঁর মৃত্যুতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস গভীরভাবে শোকাহত।মৃত্যুকালে তিনি স্ত্রী বাসনা রানী মজুমদার, দুই ছেলে চন্দ্রশেখর মজুমদার (ভারতে কর্মরত),
রাজীব মজুমদার,এবং নাতি নাতনিদের রেখে গেছেন। বড় ছেলে ভারতে ব্যাংকে কর্মরত এবং ছোট ছেলে দেশে ফিরে বাবার সহযোগিতায় ভেটেরিনারি ফার্মেসি পরিচালনা করতেন। স্নেহ, ভালোবাসা ও দায়িত্বে গড়া সুন্দর সাজানো পরিবারটিকে তিনি হঠাৎ শূন্য করে রেখে গেলেন।আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু তিনি যেন স্বর্গবাস লাভ করেন।সবাইকে অনুরোধ, মজুমদার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা করবেন, যেন তাঁরা এই শোক কাটিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।