
শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধি:
হাওর এলাকার কৃষি ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে চলমান ‘হাওর এরিয়া রিজিলিয়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (HARD)’ প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ (EIA) নিয়ে স্থানীয় অংশীজনদের সাথে জগন্নাথপুরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে যৌথভাবে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেনের সভাপতিত্বে সও এনভায়রনমেন্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট সার্ভিস (EQMS) এর নির্বাহী পরিচালক তৌহিদুল হাসান এবং সহকারী পরামর্শক মোঃ শাহরিয়ার হোসেন সিয়াম পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ। তিনি বলেন, “হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্যকে অক্ষুণ্ণ রেখে মানুষের জীবনমান উন্নয়ন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। টেকসই উন্নয়নের জন্য স্থানীয় জনগণের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সভার মাধ্যমে আমরা স্থানীয়দের চাহিদাগুলো সরাসরি জানতে পেরেছি এবং তা প্রকল্পে প্রতিফলিত হবে।”
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর কার্যালয়ের মাঠ কর্মকর্তা শেখ ফরিদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ।
বক্তারা হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে গুণগত মান নিশ্চিত করা, বিল ও জলাভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। বক্তব্যে প্রকল্পের দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়ন দাবি করেন। প্রশ্নোওর পর্বে সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ, তৈবুর রহমান, কৃষক ও সুশীল সমাজের লোকজন অংশ নেন। তারা প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের আরও বেশি সম্পৃক্ত করার ওপর জোর দেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।