মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ চট্টগ্রাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠান করেছেন সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি-ঢাকা।
সমিতির নবনির্বাচিত সেক্রেটারি বীর মুক্তিযুদ্ধা মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিএম গ্রুপের পরিচালক ও চট্টগ্রাম সমিতি ঢাকার সাবেক সেক্রেটারি নাসির উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম সমিতি ঢাকা'র জয়েন্ট সেক্রেটারি শফিকুর রহমান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ঢাকা'র অর্থ সম্পাদক আরিফ উদ্দিন চৌধুরী, প্রকৌশলী জয়নাল আবেদীন, মনছুর, আরিফ সোহেল, রহিম উদ্দিন, মুহাম্মদ জাফর, মুহাম্মদ ইকবাল, মুজিবুর রহমান, জমির উদ্দিন সহ শতাধিক ব্যবসায়ী।
চট্টগ্রাম সমিতি ঢাকার মসজিদের সম্মানিত ইমাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।