শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের ছাতক উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র- জনতার সমাবেশ অনুষ্ঠিত কটিয়াদীতে রিকশাচালকের লাশ উদ্ধার ডিমলায় বুড়ি তিস্তা খনন প্রকল্পের বিরুদ্ধে পাঁচ গ্রামের মানুষের মশাল মিছিল মধ্যরাতে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম পরিদর্শনে ইউএনও বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া যাবে না- নূরুল ইসলাম সাদ্দাম দুর্নীতি বন্ধে তরুণদের শক্তিশালী করতে হবে গোয়াইনঘাটে এনসিপির মতবিনিময় সভায়- ফয়সল আহমদ গণমানুষের স্বার্থরক্ষায় রাজনীতিবিদদের পাশাপাশি লেখকরাও দায়বদ্ধ- মুনীর চৌধুরী সোহেল সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কবিতাঃ এই দেশ আমার

জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

Coder Boss
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ Time View

 

শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধি:

প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠকর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সারাদেশের চলমান কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)–গণ ন্যায্য দাবি বাস্তবায়নে একযোগে অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি-২০২৪ দ্রুত কার্যকর না হওয়ায় মাঠকর্মীদের মাঝে চরম হতাশা সৃষ্টি হয়েছে। তারা জানান, নীতিমালা বাস্তবায়ন হলে কর্মপরিবেশ আরও সুসংগঠিত হবে এবং সেবা কার্যক্রম হবে আরও গতিশীল।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন—জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য, রফিকুল ইসলাম, ফখরুল ইসলাম, অঞ্জন চৌধুরী, আব্দুল ছফেদ, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রানী আক্তার, চম্পা তালুকদার, নাজমীন আক্তারসহ এফডব্লিউএ খোকন রানী চন্দ, পপি পাল, সুজিনা বেগম, মায়া রানী গোপ, কিতাবজান, শিউলী রানী, নিয়তি রানী, সুলতানা বেগম, রাহেনা বেগম ও ইলা চক্রবর্তী প্রমুখ মাঠকর্মী।

মাঠকর্মীরা আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের পদক্ষেপ নেবে এবং তাদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102