
এস.এম. সাইফুল ইসলাম কবির
রক্তে লেখা ডিসেম্বরের গৌরব—
লাল-সবুজ পতাকার ভাঁজে
জ্বলজ্বল করে শহীদের চোখ,
মুক্তির আগুনে দগ্ধ হয়ে ওঠা
একটি জাতির নবজন্ম।
এই মাটিতে কত মা হারিয়েছেন সন্তান,
কত বোন ধর্ষিত রাতের অন্ধকারে,
কত প্রান্তরে ঝরে গেছে
অপরিণত স্বপ্নের বর্ণিল পাপড়ি।
তবু থেমে যায়নি সংগ্রাম—
অগ্নিবীণে বাজত মুক্তির মন্ত্র,
‘জয় বাংলা’ উচ্চারণেই
জেগে উঠত সাত কোটি প্রাণ।
রাইফেলের নল উপেক্ষা করে
তরুণেরা দিত ঝাঁপ অন্ধকার নদীতে,
পদ্মা-মেঘনা-যমুনার ঢেউ
বয়ে আনত বীরের লাশ,
কিন্তু ভাসিয়ে নিত না তাদের স্বপ্ন।
কারণ স্বাধীনতার ডাক
একবার হৃদয়ে বাজলে
মৃত্যুও মাথা নত করে।
আজ আমরা স্বাধীন,
কিন্তু স্বাধীনতার প্রতিটি নিশ্বাস
শহীদদের ঋণ।
পতাকার প্রতিটি রং
তাদেরই স্পন্দন।
তাই বিজয়ের দিনে
আমরা মাথা নত নয়—
সম্মানের চূড়ায় দাঁড়িয়ে
কথা বলি দৃপ্ত কণ্ঠে—
এই বাংলাদেশ কারো দান নয়,
এটি অর্জিত—রক্তের বিনিময়ে।
ডিসেম্বর তাই গৌরবের মাস,
শ্রদ্ধার মাস,
মুক্ত আত্মার জয়ধ্বনি।
যতদিন আকাশে সূর্য উঠবে
ততদিন এই বিজয়গাথা
প্রজন্ম থেকে প্রজন্মে
জ্বালাবে অগ্নি-অঙ্কুর।
সালাম, শহীদ।
সালাম, মুক্তিযোদ্ধা।
সালাম, আমার বিজয়ের বাংলাদেশ।