মতিউর রহমান, সরিষবাড়ি (জামালপুর) থেকে:
জামালপুরের সরিষাবাড়িতে নবাগত ইউএনও জনাব তাসনিমুজ্জামানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন এসিল্যান্ড লিজা রিছিলের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঙ্গঁলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ভবনের প্রধান গেটে ফুলের তোড়ায় বরণ করে নেয়া হয় নতূন উপজেলা নির্বাহি কর্মকর্তাকে। পরে জ্বনাব তাসনিমুজ্জামান ইউএনও কার্য্যালয়ে পদায়নকৃত বিদায়ী ইউনও মোহছেন উদ্দিন নবাগত ইউএনও "র সাথে কুশল বিনিময় করেন এবং দ্বায়িত্বভার বুঝে নেন। পরে তিনি উপজেলা প্রশাসন হল রুমে প্রশাসনিক কর্মকর্তবৃন্দ সাংবাদিকবন্দ ও সুধিজনদের সাথে সংক্ষিত মত বিনিময় সভায় মিলিত হন।
জানা যায়, ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে জ্বনাব তাসনিমুজ্জামান বগুড়া,টাঙ্গাঁইল ও ঢাকায় এসিল্যান্ড/ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। সরিষাবাড়িতে ইউএনও হিসেবে পদায়নেকৃত যোগদানের আগে তিনি ঢাকায় দ্বায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। নবাগত ইউএনও বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা অনূপ সিংহ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, এলজিইডি ইঞ্জিনিয়ার তমাল,পিআইও শওকত জামি,বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিনসহ সকল দপ্তরের কর্মকর্তবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে সরিষাবাড়ি উপজেলায় নির্বাহি কর্মকর্তা হিসেবে যাহারা দ্বায়িত্ব পালন করেছেন জ্বনাব তাসনিমুদ্দিন তাদের মধ্যে বয়োঃকনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা।